অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন।
এটর্নি জেনারেল অফিসে তিনি আজ পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি এস এম মুনীর নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ পদত্যাগ করেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর সাথে গনতন্ত্রকামী বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেনী- পেশা ও সাধারণ মানুষের লাল বিপ্লবে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
এখন তার আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন। (বাসস)