আইনি জটিলতায় জড়িয়ে গেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন পরিচালক কেতন মেহতা। ‘ঝাঁসি কি রানি’ বায়োপিক নিয়ে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে পরিচালকের লড়াই এবার আদালতে গড়াতে চলেছে।
জানা গেছে, কঙ্গনাকে নিয়ে ‘রানি অব ঝাঁসি: দ্য ওয়ারিয়র কুইন’ ছবি করার পরিকল্পনা ছিল কেতনের। কিন্তু অন্য এক পরিচালক ও প্রযোজকের সঙ্গে ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবি করতে চলেছেন কঙ্গনা। এই নিয়েই বেঁধেছে লড়াই। কঙ্গনার বিরুদ্ধে আর্থিক অপরাধ দমন শাখায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেছেন কেতন।
পরিচালকের দাবি, কঙ্গনা তার ছবির বদলে অন্য ছবি করতে গিয়ে ৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।
আর সে কারণেই দু সপ্তাহ আগে তিনি কঙ্গনাকে আইনি নোটিশ পাঠান। ইতোমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কঙ্গনার বক্তব্য জানার জন্য তাকে সমন পাঠানো হবে। কঙ্গনা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দুটি ছবি সম্পূর্ণ আলাদা।
আজকের বাজার: আরআর/ ১২ জুন ২০১৭