আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ মার্চ কোম্পানিটি পর্ষদ সভার তারিখ ঘোষণা করে। পূর্বঘোষণা অনুযায়ী, কোম্পানিটির আজ বিকাল ৩টায় পর্ষদ সভা হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণবশত পর্ষদ সভার তারিখ পিছিয়েছে কোম্পানিটি।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।