বনানীর দ্য রেইন ট্রি হোটেলে চাঞ্চল্যকর দুই তরুণী ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম। ওই ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফের সঙ্গে মডেল ও অভিনয়শিল্পী রাহা তানহা খানের সঙ্গে তোলা একটি সেলফি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে লেখা ছিল ওইদিনের ঘটনায় রাহাও ধর্ষিত হয়েছেন। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ও অনুমান নির্ভর কথা বলে জানিয়েছেন রাহা। এমনকি নাঈম আশরাফের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন এই মডেল-অভিনেত্রী।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রটেছে, সম্প্রতি বনানীতে ঘটে যাওয়া দুই তরুণীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে, তার মধ্যে একজন তিনি। ধর্ষক নাঈম আশরাফের সঙ্গে সেলফির কারণে তা আরও পাকাপোক্ত হয়েছে। কিন্তু আসল ঘটনা কী? তা জানতে রাহা তানহা খানের সঙ্গে একটি সংবাদমাধ্যম যোগাযোগ করলে তানহা বলেন, আসামি নাঈম আশরাফের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, তাকে চিনতামও না। পত্রিকাসহ সব জায়গায় যে তথ্য আছে, তাতে ধর্ষিত দুই তরুণীর পরিচয় বিস্তারিত আছে। সেই দুইজনের মধ্যে আমি যে নাই, তার প্রমাণ আছে। আমি সেই ধর্ষিতা নই। তবে কেন এই কথা ছড়াচ্ছে, বুঝতে পারছি না।
ধর্ষক নাঈম আশরাফের সঙ্গে আপনার সেলফি ফেসবুকে ভাইরাল হলো কীভাবে এমন প্রশ্নের জবাবে বলেন, বন্ধুরা মিলে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে আশরাফ আমার কাছে এসে বলে যে, সে আমাকে নেহা কক্করের একটি অনুষ্ঠানে ড্যান্স করার জন্য ফোন দিয়েছিল। কিন্তু আমি রেসপন্স করিনি। ওইদিনই আলাপের একপর্যায়ে সে আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রকাশিত ছবিটি সে সময়েই তোলা। আমি মিডিয়াতে কাজ করি। অনেকেই দেখা হলে আমার সঙ্গে ছবি তোলেন। তাদের মধ্যে কে ভালো কে মন্দ এটা তো বোঝার উপায় নেই।
তিনি আরো বলেন, ছবিটি প্রকাশের পর আমি সামাজিকভাবে হেয় হয়েছি। সবার প্রতি আমার একটাই চাওয়া, আমাদের পরিবার ও সামাজিক একটা অবস্থান রয়েছে। তাই কোনো গুজব ছড়ানোর আগে বিষয়টি সবার খেয়াল করা দরকার।
আজকের বাজার: আরআর/ ১৬ মে ২০১৭