আলীবাবা কিনছে বিকাশের ২০% শেয়ার

চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী পে বাংলাদেশর মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জানা যায়, ২০১০ সাল থেকে বিকাশের  মাধ্যমে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির বর্তমান এজেন্ট রয়েছে এক লাখ ৮০ হাজার। আর বিকাশ ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি।

বিকাশের উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪৯ শতাংশ শেয়ার মালিকদের মধ্যে রয়েছে মানি ইন মোশন (মিম), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এখন থেকেই ২০ শতাংশ শেয়ার আলীবাবার কাছে ছেড়ে দেওয়া হচ্ছে।

রাসেল/