শেয়ার বিক্রয় সম্পন্ন

ইসলামী ব্যাংক ছাড়ল ইবনে সিনা

অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করলো ব্যাংটির কর্পোরেট উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি বিক্রির মধ্য দিয়ে এ সম্পর্কের ইতি টানলো ইবনে সিনা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ইবনে সিনা ট্রাস্ট ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। সিকিউরিটিজ আইন অনুসারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তার শেয়ার বিক্রি করতে হলে কমপক্ষে ৩০ কার্যদিবস আগে ঘোষণা দিতে হয়। তাই গত মাসেই ব্যাংকটি ছাড়ার ঘোষণা দেয় তারা।

সাম্প্রতিক সময়ে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংকটির ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান সাবেক সচিব আরাস্তু খান পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর মো. নাজমুল হাসান।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

রাসেল/