আগামী ২৯ মে ‘ওলট পালট’ থেকে পিয়া বিপাশার ছবির কাজ শুরু হবার কথা রয়েছে। এ বিসয়ে পিয়া বিপাশা বলেন, ঈদের পরই শুরু হচ্ছে আমার এ নতুন ছবির কাজ। এ ছবির জন্য আনন্দের খবর হচ্ছে এর ক্রিয়েটিভ ডিরেকশনের দায়িত্ব নিয়েছেন টালিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটা সত্যি আনন্দের। দুই দেশের দর্শকের মন জয় করার দারুণ সুযোগ এটি। তা ছাড়া সোহম কলকাতার দারুণ জনপ্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করাটাও বেশ সৌভাগ্যের। সব মিলিয়ে আমি দারুণ খুশি।
এটি যৌথভাবে নির্মাণ করবেন বাংলাদেশের আবদুল আজিজ ও ভারতের রবি কিনাগি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান গ্রিন টাচ এন্টারটেইনমেন্ট।
আজকের বাজার: আরআর/ ০৮ জুন ২০১৭