‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সেন্টমার্টিনকে পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছে সরকার’

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ বলেছেন- একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সেন্টমার্টিন দ্বীপকে পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছে সরকার। আশাকরি সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের তারকা মানের একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টমার্টিনে ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে পরামর্শক সভায় তিনি এ কথা বলেন। ড. হামিদ বলেন, পরিবেশের সঙ্গে পর্যটনের সাংঘর্ষিক কোন বিষয় নেই। সাংঘর্ষিক তখনই হয়, যখন ব্যাপকভাবে পরিবেশ ধ্বংসের কার্যক্রম চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাট নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ইতোমধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স শুরু হয়ে গেছে। কারণ যে শহরের বাতাস ভালো থাকবে, সে শহরের মানুষও ভালো থাকবে।
সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) আতাউল গনি ওসমানী, ইউএনআইডিও এর কান্ট্রি ডিরেক্টর ড. জাকি উজ জামান, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক সোলায়মান হায়দার, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারী স্থানীয় পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। (বাসস)