এফডিসিতে আসছেন শাবানা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবানা অনেক দিন পর বিএফডিসিতে আসবেন। আগামী ২৫ মে মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাবানা।

মঙ্গলবার ২৩ মে দুপুরে বিএফডিসিতে অনুষ্ঠানটির আয়োজক সংগঠক বাংলাদেশ পরিচালক সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জাননো হয়।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাবানা ম্যাডামকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা আশা করছি তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মননা পাচ্ছেন ফেরদৌসী রহমান ও শাবানা। সেই অনুষ্ঠানেও শাবানা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আজকের বাজার: আরআর/ ২৩ মে ২০১৭