কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অব্যহতি পাওয়ার পর এবার অস্ত্র আইন মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সালমান খান। আজ বুধবার ভারতের একটি আদালত এ রায় দিয়েছে।
এ নিয়ে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে দুই ধারার মামলা থেকে প্রায় ১৮ বছর পর খালাস পেলেন এ অভিনেতা।ভারতের একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ১৯৯৮ সালে সালমনের বিরুদ্ধে যোধপুরের কাছে কাঙ্কানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, শিকারের সময় ব্যবহৃত একটি পিস্তল ও একটি রাইফেলের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল এবং তা পুনরায় নবায়ন করা হয়নি।
ওই সময় অস্ত্র আইনের দুটি ধারায় সালমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের ৩/২৫ ধারা অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া হাতিয়ার রাখার মামলা দায়ের হয়।এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি ছিল ৩ বছরের কারাদণ্ড।
এর গত জুলাইতে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রাজস্থান হাইকোর্ট সালমনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় রাজস্তান সরকার।
সুত্র: অর্থসূচক