এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও লটারির ড্র’র ফলাফল প্রকাশ

এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও লাটারির ড্র আজ ৭ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভার্চুয়ালভাবে এই লটারি অনুষ্ঠিত হয়।

লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মত ইসমত জাহান, কোম্পানিটির পরিচালক মোঃ ফাহিম চৌধুরী, পরিচালক আজমাইন মাহতাব চৌধুরী সহ কোম্পানির ম্যানেজন্টের কর্মকর্তারা।

গত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কোম্পানিটি  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরন (বিএসইসি) কাছ থেকে কন্সেন্ট লেটার পেয়েছে। এরপরই কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়।

বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

বরাবরের মতন এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও লাটারি ফল প্রকাশ করছে আজকের বাজার।

নিচে দেখে নিন লটারির ফলাফল

SL Documents Download
1 TREC code of DSE, CSE and M.bank
2 General Public(Resident Bangladeshi-RB)
3 Affected Small Investors(ASI)
4 Non Resident Bangladeshi(NRB)