পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বায়ুমন্ডলের ওজোনস্তর সুরক্ষায় প্রয়োজনীয় ও কার্যকর সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও জীববৈচিত্র সংরক্ষণসহ পরিবেশের সার্বিক সুরক্ষা কার্যক্রমে সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ।
পরিবেশ মন্ত্রী আরও বলেন, সরকার সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি সবুজ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ।
শাহাব উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ‘প্রাণ বাঁচাতে ওজোন : ওজোনস্তর সুরক্ষার ৩৫ বছর’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ, কে, এম রফিক আহম্মদ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।
শাহাব উদ্দিন বলেন, ইউএনডিপি ও ইউনেপ উভয়েই পরিবেশ রক্ষায় বাংলাদেশের সহযোগী। তারমধ্যে পরিবেশের প্রায় সকল বিষয়ে আমরা ইউএনডিপির সহায়তা পেয়ে থাকি। ওজোনস্তর রক্ষায়ও ইউএনডিপি এ যাবৎ আমাদের প্রায় ২১টি প্রকল্প বাস্তবয়নে সহায়তা করেছে।
তিনি বলেন, মন্ট্রিল প্রটোকল একটি সময়-সীমাবদ্ধ ও আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। পৃথিবীর প্রায় সকল দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে বিশেষ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে।
মন্ত্রী আরও বলেন, আমরাও এ বিষয়ে আরও যতœবান ও যথাসময়ে চুক্তির প্রতিটি বাধ্যবাধকতা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের জনগণের সক্রিয় সহযোগিতায় বাংলাদেশ ওজোনস্তরের ক্ষয় প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে সফল হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
ওজোনস্তর সুরক্ষায় কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : পরিবেশ মন্ত্রী
