জেলা শহরের বাদশা ঘোনা এলাকায় পাহাড় ধ্বসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, আমার এলাকায় পাহাড় ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাউন্সিলর জানান, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জিন। তার সাথে ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা।