পর্যটন শহর কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৬ মে সকাল ১০টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূতে চড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই বড় আকারের ৭৩৭-৮০০ বোয়িং এয়ারক্রাফটের মুভমেন্টের জন্য সম্প্রসারিত রানওয়ে উদ্বোধন করেন শেখ হাসিনা। শনিবারের এ সফরে মোট ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এছাড়া ইনানি এলাকায় গিয়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সড়ক ও মহাসড়ক বিভাগের তত্তাববধানে ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো- কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, নাফ ট্যুরিজম প্রকল্প এবং মহেশখালিতে দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল সম্প্রসারণ।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার গভর্নমেন্ট গার্লস কলেজের ১০০ আসনের ডরমেটরি, কক্সবাজার গভর্নমেন্ট কলেজের একাডেমিক ভবন-কাম-পরীা হল, কক্সবাজার গভর্নমেন্ট কলেজের ১০০ আসনের ছাত্রীনিবাস, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কলেজের দুই তলা একাডেমিক ভবন, উখিয়া এবং মহেশখালি-আনোয়ারা গ্যাস সরবরাহ লাইনের উদ্বোধনও করবেন বঙ্গবন্ধু কন্যা।
একইস্থানে কক্সবাজার সদর উপজেলার বাকখালি নদীর ওপর খুরু স্কুল ঘাটে ৫৯৫ মিটার পিসি বক্স-গার্ডার সেতু, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, মহেশখালিতে এনার্জি বাংলাদেশ লিমিটেডের অধীনে ভাসমান এলএনজি টার্মিনাল, মহেশখালিতে সামিট এলএনজি’র ভাসমান দ্বিতীয় এলএনজি টার্মিনাল, মহেশখালিতে সিঙ্গেল পয়েন্ট মরিন্ট (এসপিএম) প্রকল্প, নাফ ট্যুারিজম প্রকল্প, কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপরে অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
আজকের বাজার: এসএ/ আরআর/ ০৬ মে ২০১৭