কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তায় ইউক্রেনে দেশব্যাপী বিমান সতর্কতা

প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে সতর্ক করার পর ইউক্রেন কর্তৃপক্ষ বুধবার পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি করেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘পুতিন এই মুহূর্তে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছেন।’ (বাসস)