ফেসবুক পেজে পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মৌলবাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক মন্তব্য-গালাগালের শিকার হয়েছেন ক্রিকেটার লিটন দাস। এমন উগ্রবাদের নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা। সরকার এ ধরনের উগ্রবাদের বিরুদ্ধেই কাজ করছে।
বুধবার (৩ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক তৌফিক ইমরুজের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কী সুন্দর খেলে এসেছে ছেলেটা। আমাদের পুরো দল ভালো খেলেছে। যারা এ ধরনের (সাম্প্রদায়িক আক্রমণ) কাজ করে তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।
এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আজকের বাজার/এমএইচ