ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে।
এর আগে তারা নয়জনের নিহত হওয়ার কথা বলেছিল।
জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত ওই স্কুলে ইসরায়েল বৃহস্পতিবার হামলা চালায়।
স্কুলটি মধ্য গাজার নসিরাত এলাকায় অবস্থিত। এখানে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে।
নিকটবর্তী আল আকসা মার্টাস হাসপাতাল বলছে, এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
কিন্তু ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট এই হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী ১৭ জন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে যারা এখান থেকে কার্যক্রম পরিচালনা করতো।
তবে ফিলিস্তিনী সংগঠন হামাসের মিডিয়া কার্যালয় ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করে বলেছে, তারা যে তিন ব্যক্তিকে মৃত হিসেবে তুলে ধরেছে তারা এখনও জীবিত এবং অন্য একটি হামলায় দুজন নিহত হয়েছে। স্কুলে হামলায় অন্তত ১৪ শিশু নিহত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেছেন, স্কুলের তিনটি ক্লাশরুমে যুদ্ধবিমানের হামলায় নয়জন নিহত হয়েছে।
তিনি বলেন, ইসলামিক জিহাদ ও হামাসের প্রায় ৩০ জঙ্গি সেখানে লুকিয়ে ছিল।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনী শরণাথী সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারানি বলেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল এ হামলা চালিয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ ফিলিস্তিনী নিহত হয়েছে। (বাসস ডেস্ক)