চলে গেলেন “০০৭’’ খ্যাত রজার মুর

মনে আছে জেমস বন্ড এর সেই বিখ্যাত নায়ক স্যার রজার মুরের কথা। ০০৭ খ্যাত এই বিশ^খ্যাত ব্রিটিশ অভিনেতা আর নেই। লক্ষ কোটি ভক্তকুলের মনকে শূণ্য করে মঙ্গলবার ২৩ মে তিনি চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রজার মুর ৭টি বন্ড সিনেমায় অভিনয় করেছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘‘লিভ অ্যান্ড লেট মি ডাই ও স্পাই হু লাভড মি”। রজার মুরের পরিবার টুইটারে খবরটি নিশ্চিত করেছে। জানা যায় মৃত্যুও আগ পর্যন্ত তিনি দির্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

তার সন্তানদের বিবৃতিতে জানা যায়, ‘তোমাকে তোমার মত হওয়া এবং অসংখ্য মানুষের কাছে বিশেষ একজন হয়ে ওঠার জন্য ধন্যবাদ বাবা’। মোনাকোতে এই কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সুত্র :বিবিসি।
আজকের বাজার: সালি / আরআর/ ২৩ মে ২০১৭