মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে দেশাত্মবোধক ও লোকসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিল্পকলা একাডেমিতে জেলার প্রায় অর্ধশতাধিক শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
জেলা কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য রূপালী চম্পক, সঙ্গীত প্রশিক্ষক ইতু চক্রববর্তী, মৃনাল সরকার, অনিতা কর্মকার এবং তবলা প্রশিক্ষক নুপুর ও সিজার।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার এসময় উপস্থিত ছিলেন। পঞ্চম থেকে মাস্টার্স পর্যন্ত তিন গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৬ ডিসেম্বর। (বাসস)