বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)’র প্রধান চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে শনিবার সাক্ষাৎ করেছেন।
বেইজিংয়ে সাক্ষাতকালে তারা কোভিড- ১৯ এবং মহামারির উৎস নিয়ে স্থগিত তদন্তের বিষয়ে কথা বলেছেন।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ২০২২ সালের উইন্টার অলিম্পিকিস এর জন্য বেইজিং সফর করছেন।
টুইটারে তিনি উভয়ের সাক্ষাতের ছবি পোস্ট করে বলেছেন, আমরা কোভিড -১৯ নিয়ে কথা বলেছি। এছাড়া চলতি বছর বিশ্ব জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে।
টেডরস আরো বলেন, কোভিড -১৯ এর উৎস নিয়ে তদন্তের বিষয়ে আরো নিবিড় সহযোগিতা নিয়েও কথা হয়েছে।
এদিকে এই বৈঠক সম্পর্কে চীনা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারি মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে আরো সংহতি, সহযোগিতা ও বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন লি।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারির পর টেডরস প্রথমবারের মতো চীন সফরে গেলেন। চীনের উহানে প্রথম করোনা শনাক্তের কয়েক সপ্তাহের মধ্যে তার ওই সফরটি অনুষ্ঠিত হয়েছিল।