চেক প্রজাতন্ত্রে ঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যায় অন্তত এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। দুর্যোগটিতে আরো সাতজন নিখোঁজ রয়েছে। চেক পুলিশ সোমবার এ কথা জানায়।
পুলিশ প্রধান মার্টিন ভন্দ্রাসেক একটি রেডিও স্টেশনকে বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ব্রান্টালের কাছে এক ব্যক্তি নদীতে ডুবে মারা গেছে। কর্তৃপক্ষ সাত জন নিখোঁজের ঘটনা রেকর্ড করেছে। খবর এএফপি’র।
ঝড়ের ফলে এপর্যন্ত পূর্ব ও মধ্য ইউরোপ জুড়ে নয়জন মারা গেছে। আরো বেশ ক’জন নিখোঁজ রয়েছে। লাখো মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার রোমানিয়ায় ছয়জন মারা গেছে ও একজন নিখোঁজ হয়েছে। পোল্যান্ডে সাত ব্যক্তি ডুবে গেছে। বন্যা উদ্ধার অভিযানের সময় অস্ট্রিয়ায় একজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। (বাসস)