জেলার কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নারিকেলের চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান ও নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ২৫০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা ও সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এসব তুলে দেন। ৬০০ কৃষককে পাঁচটি করে নারিকেল চারা এবং ৫ হাজার ৬৫০ জনকে বিঘাপ্রতি ২০ কেজি করে সার ও পাঁচ কেজি করে বীজ প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জলিল মিয়াজী, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রায়হানুল ইসলাম। (বাসস)