ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় দল। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধিন দলটি।
শুক্রবার ৫ মে বাংলাদেশ সময় বিকেল ৪টায় হোভে শুরু হয়েছে ম্যাচটি।
এর আগে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যাক্ত হয়েছিল বৃষ্টির কারনে। সে ম্যাচেও আগে ব্যাট করতে নেমে মুশফিকের অপরাজিত ১৩৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান করেছিল বাংলাদেশ।
ওই ইনিংসটি খেলতে মুশফিক খরচ করেছিলেন ৯৮ বল। যেখানে তিনি হাঁকিয়েছিলেন ১৪টি চার ও চারটি ছক্কা। এছাড়া ৬৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেন সৌম্য সরকার। ইমরুল কায়েস ৪০ বলে ৭টি চারে করেছিলেন ৪৪ রান।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৪৫ রানের জবাবে সেদিন ব্যাট করতে নেমে ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তোলে ডিউক অব নরফোক। এরপরই বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
আজকের বাজার: আরআর/ ৫ মে ২০১৭