টাইফুনের প্রভাবে সাংহাইয়ের প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি রবিবার জানিয়েছে, টাইফুন কাছাকাছি এগিয়ে আসার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে বলা হয়,‘টাইফুন বেবিনকার প্রভাবে আজ সাংহাইয়ের পুডং এবং হংকিয়াও বিমানবন্দরের বিমান চলাচল সক্ষমতা হ্রাস পেয়েছে। রাত ৮টা থেকে উভয় বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। (বাসস)