টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলার মির্জাপুরে আজ পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা ও দেওহাটা এলাকাতে দুর্ঘটনা দু’টি ঘটেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে একই মহাসড়কের দেওহাটা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সোনামুদ্দিন (৭০) নামে এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। সোনামুদ্দিনের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোটবহুরিয়া গ্রামে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। (বাসস)