একটি সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আহত করা সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। মার্কিন মিডিয়া শনিবার এ কথা জানিয়েছে। এ সময় উপস্থিত একজন দর্শকও নিহত হয়েছে।
বাটলার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড গোল্ডিংগার বলেছেন, একজন আপাত বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছে।’ ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।
এবিসি নিউজ গোল্ডিংগারকে উদ্ধৃত করে বলেছে, দ্বিতীয় একজন পথচারীকেও আঘাত পেয়ে থাকতে পারে। (বাসস ডেস্ক)