পুঁজিবাজারে তালিকভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা মঞ্জুরুর রহমান ৮১ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। এই শেয়ারের মধ্যে কোম্পানির পরিচালক তার মেয়ে সাইকা রহমানের কাছে ২৬ হাজার, পরিচালক তার ছেলে জিয়াদ রহমানের কাছে ২৮ হাজার এবং অপর পরিচালক তার মেয়ে আবিদা রহমানের কাছে ২৭ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।
এর আগে ৮ সেপ্টেম্বর ঘোষণাকৃত শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দেন এই উদ্যোক্তা।