ঢাকা চলচ্চিত্র উৎসব শুরু

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ১৫ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। বাংলাদেশসহ ৬৭টি দেশের চলচ্চিত্র নিয়ে ১০ দিনব্যাপী এই অনুষ্ঠানের ছবিগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, আমেরিকান কালচারাল সেন্টার এবং স্টার সিনেপ্লেক্সে। এতে মোট ১৮৮টি ছবি প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০১৭ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া লেবাননের পরিচালক মাই মাসরি’র ‘থ্রি থাউজেন্ড নাইটস’ ছবিটি দেখানো হবে।

উৎসবের শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এবং শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার নির্বাচিত হবে ‘এশিয়ান কমপিটিশন’ বিভাগ থেকে। এই বিভাগে প্রতিযোগিতা হবে ২৩টি চলচ্চিত্রের মধ্যে। সেরা চলচ্চিত্র নির্বাচিত করবেন ৫ সদস্যের একটি আন্তর্জাতিক জুরি বোর্ড ।

উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

 

সুত্র:  অর্থসূচক