বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাড়ানো হবে। অফ শোর-অন শোর উভয় জায়গায় অনুসন্ধান কার্যক্রম বাড়বে। এছাড়া চাহিদা পূরণ করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরবরাহের সকল উৎসের ওপর গুরুত্ব দেয়া হবে।
প্রতিমন্ত্রী রোববার হবিগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান শেভরনের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। দেশীয় কোম্পানিগুলোর যন্ত্রপাতি ও উত্তোলন সামগ্রী বিশ্বমানের করা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে।
এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও শেভরন বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার উপস্থিত ছিলেন।