শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে বেলা ১১ টা থেকে দিনব্যাপী বিড়ালের এ মিলনমেলা ও দুইপর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বনরক্ষা ও পশু খাদ্য নিশ্চিত করণে মানুষ ও পশুদের মধ্যে সহানুভূতিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বিড়ালপ্রেমীদের একত্রিত করতে 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে প্রাণীদের উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি সহ সকল প্রাণের প্রতি ভালোবাসা বৃদ্ধি, সহিংসতা ও নির্যাতন রোধে পশুপ্রেমিকরা পশুদের নিয়ে নিঃস্বার্থে দীর্ঘদিন পর্দার আড়ালে কাজ করে আসছে,বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পশু প্রেমিকদের উৎসাহ উদ্দীপনা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে, প্রথম বারের মতো ক্যাট র্যাম্প শো২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায়, বিশিষ্ট রসায়নবিদ ও পোষ্যপ্রেমী মো.আলমগীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাম্পাস সমাজ উন্নয়নের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক, ড. এম হেলাল, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপের ডিজিএম, মজিবুর রহমান, তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী মেহরীন, চিকিৎসক ও অভিনেত্রী। নায়লা নাঈম,মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়মনি, বিশিষ্ট ক্রীড়া বিদ- কায়সার হামিদ, জাতীয় ফুটবলার, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক- আলী নিয়ামত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিবেশবিদ মোঃ মাহফুজুর রহমান, বিশেষ বক্তা ও শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোঃ আমিন ইসলাম টুববুস, ধানমন্ডিবাসীর প্রধান সমন্বয়কারী দিদার হোসেন পাটোয়ারী, তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব- নাঈম হোসেন নয়ন, প্রাণীউদ্ধারকারী, রবিনহুড, আফজাল খান, উপস্থাপনায় ছিলেন, সৌম্য সুপ্রিয়া, ও সাবিকুন্নাহার। এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। তবে মিলনমেলায় তাঁরা একা আসেনি; তাঁদের পোষা বিড়ালকে মডেল সাজিয়ে নিয়ে এসেছে। আর এসব বিড়াল র্যাম্প শো, যেমন খুশি তেমন সাজ আর খাদক বিড়াল প্রতিযোগিতায় অংশ নেবে। বিজয়ী বিড়ালের মালিককে আকর্ষণীয় তিন ক্যাটাকরি মোট নয়টি পুরস্কার দেওয়া হয়।
আজকের বাজার/আখনূর রহমান