দ. কোরিয়ায় ক্রেন দুর্ঘটনায় ৬ জন নিহত

দক্ষিণ কোরিয়ার একটি শিপইয়ার্ডে ক্রেন ধসে অন্তত ছয় জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর গিওজেতে এই দুর্ঘটনা ঘটে। এই শিপইয়ার্ডে দুটি ক্রেনের মধ্যে সংঘর্ষে ৬০ মিটার ও ৩২ টন ওজনের একটি ক্রেনের অংশবিশেষ শ্রমিকদের উপরে পড়ে।
স্যামসাং কোম্পানির এই কর্মীরা সেখানে ৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ে সমুদ্রের ওপর একটি মঞ্চ তৈরি করছিল। ফ্রান্সের একটি বৃহৎ জ্বালানী কোম্পানির জন্য এই তেল উত্তলনকারী মঞ্চটি তৈরি করা হচ্ছে। এই ঘটনায় ছয় জন নিহত ও আরো ২৫ জন আহত হয়েছে।

খবর এএফপি’র।

আজকের বাজার:এলকে/এলকে/২০১৭