রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে সংঘটিত দুই তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার,৯ মে বেলা ১১টার দিকে গুলশান-২ এলাকার ৬২ নম্বর রোডের ‘আপন ঘর’ নামক বাড়িতে বনানী থানা পুলিশ অভিযানে আসে। তবে এ অভিযানে সাফাতকে বাসায় না পেলেও তার বাবা দিলদার আহমেদকে (আপন জুয়েলার্সের মালিক) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ‘শুধু সাফাত নয়, এ মামলায় সঙ্গে সম্পৃক্ত সব আসামিকে গ্রেফতার করতে সম্ভাব্য স্থানে পুলিশ অভিযান চালাবে।
এদিকে সাফাতের বাবা দিলদার আহমেদ বলেন, ‘সাফাতকে খুঁজতে পুলিশ বাসায় এসেছে বেলা ১১টার দিকে। কিন্তু সাফাত সোমবার রাতে বেরিয়ে গেছে। এরপর থেকে তার (সাফাত) সঙ্গে আর যোগাযোগ হয়নি আমাদের।
আজকের বাজার: এসএ/এলকে/ ০৯ মে ২০১৭