সাংস্কৃতিক সংগঠন সমগীত সংস্কৃতি প্রাঙ্গন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল বর্ণ, ধর্ম ও লিঙ্গের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানিয়েছে। আজ এক আলোচনা সভায় বক্তারা বলেন, সমতল ভূমি থেকে পার্বত্য অঞ্চল পর্যন্ত সকলের সংস্কৃতিকেও রক্ষা করতে হবে।
সভায় বক্তারা দেশের সকল বর্ণ, ধর্ম ও লিঙ্গের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
নগরীর পান্থপথের দৃকপথ ভবনে সাংস্কৃতিক সংগঠন ‘সমগীত সংস্কৃতি প্রাঙ্গন’ আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
সাংবাদিক ও লেখক নুরুল কবির বলেন, আওয়ামী লীগ সরকারের স্থায়ীভাবে ক্ষমতায় থাকার পরিকল্পনা করার কারণেই ফ্যাসিবাদের লক্ষণ দেখা দিয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিজয়কে সুসংহত করতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
শিল্পী অরূপ রাহী বলেন, মাজার, মন্দিরে হামলা, পিটিয়ে মানুষ হত্যা করায় দেশে সংকটের সমাধান হয়নি, এগুলো বন্ধ করতে হবে।
গায়ক অমল আকাশ বলেন, সারাদেশে সাংস্কৃতিক চর্চা করতে হবে এবং যারা বাধা সৃষ্টির চেষ্টা করবে তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বিথী ঘোষ। (বাসস)