দেশে প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা বা নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরের সেবা নেওয়ার সুযোগ শুরু হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার রাত ১২টা থেকে এ সেবা শুরু হয়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে সোমবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ সংস্থার কমিশনার ও মহাপরিচালকরা।
এ সেবা চালুর ফলে এখন থেকে গ্রাহকেরা মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলাতে পারবেন।
এমএনপি সেবার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক-বিডি ও মোবাইল অপারেটরেরা জানিয়েছেন, সেবা দিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
গ্রহক পর্যায়ে এই সেবা পেতে বিটিআরসি ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এমএনপির জন্য আবেদনের পর গ্রহককে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং যদি কোনো গ্রহক পুরোনো অপারেটরে ফিরে যেতে চান তাহলে তাকে অপারেটর পরিবর্তন হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজকের বাজার/এমএইচ