নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ৫২

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে যাত্রী ও গবাদি পশু বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৫২ জন নিহত হয়েছে।
সোমবার একটি উদ্ধারকারী সংস্থা একথা জানিয়েছে।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম হুসেইনি এএফপিকে বলেন, রবিবারের দুর্ঘটনা ও বিস্ফোরণে নিহতদের গণ-অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। (বাসস)