নাইজেরিয়ায় নৌদুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে নৌদুর্ঘটনায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।
দেশটির জরুরি সংস্থা এবং পুলিশ শনিবার এ কথা জানিয়েছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আদেবি বাবাতুন্দে রাজাক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধারকর্মীরা ১১টি পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছে। বাকীদের উদ্ধারে তল্লাশি চলছে।
তিনি আরো বলেছেন, নৌকাটি একটি ফেরি যা একশরও বেশি ব্যবসায়ীকে পার করছিল।
বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেছেন।
নাইজেরিয়ার জলপথ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুর্ঘটনার কারণ হিসেবে ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়া বিশেষ করে উপকূলীয় নাইজার ডেল্টা এলাকায় নৌকা অত্যন্ত জনপ্রিয় বাহন।