প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও অন্যান্য প্রাথমিক সুবিধা দিয়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) ২০১৭ সালের ২ মে তারিখে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পের জন্য ৮১ দশমিক ৮৯ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
জুনায়েদ আহমেদ পলক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ বাড়াতে ‘সি পাওয়ার প্রকল্প’ হাতে নেওয়া হয়েছে-যা নারীর ক্ষতমায়নের উদ্যোগকে আরেক ধাপ এগিয়ে নিয়ে নেবে। এ বিভাগের নির্দেশনা অনুযায়ী এ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। সারাদেশে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতাও দেওয়া হবে।
পলক বলেন, মার্চ থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে এবং এবছরের নভেম্বরের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। ভবিষ্যতে যাতে আরো বেশি নারী এ খাতে যুক্ত হতে পারেন সে লক্ষ্যে এ প্রকল্পের সময়সীমা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের ।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে প্রকল্প পরিচালক সোলায়মান বলেন, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের মাধ্যমে সাড়ে ১০ হাজার নারীকে তিন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার জনকে আত্মকর্মসংস্থানের, ৪ হাজার জনকে তথ্যপ্রযুক্তি সেবা প্রদানের ও ২ হাজার ৫০০ জনকে কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্প অনুসারে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সাধারণ ধারণা রয়েছে এমন ১৮ থেকে ৪০ বছর বয়সী নারী যারা ইংরেজি পড়তে ও লিখতে পারেন তারাই এই প্রকল্পে অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। দেশের ২১ টি উপজেলায় এই প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলাগুলো হল- সাভার, ফরিদপুর সদর, টাঙ্গাঈল সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, চট্টগ্রামের হাটহাজারি, কুমিল্লা (দক্ষিণ), নোয়াখালি, রাঙ্গামাটি, সিলেট, রাজশাহীর পবা, পাবনা সদর, বগুড়া, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনার ফুলতলা, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালি সদর।