যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত ‘বস টু’ চলচ্চিত্রে। এমন অভিমত জানিয়েছে এ সংক্রান্ত প্রিভিউ কমিটি। অভিযোগ উঠেছে সিনেমাটিতে ভারত-বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্য রাখা হয়নি। গতকাল মঙ্গলবার সিনেমাটি দেখেছে প্রিভিউ কমিটি।
কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশের সমান সংখ্যক শিল্পীর যে সমতা রাখার নীতি আছে তার লঙ্ঘন দেখতে পেয়েছি। এ ব্যাপারে প্রিভিউ কমিটি বিএফডিসির এমডির মাধ্যমে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেবে।
এরই মধ্যে ছবিটির ‘আল্লাহ মেহেরবার’ গানটি নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে গানটিকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
‘বস টু’পরিচালনা করেছেন বাবা যাদব। অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলি। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
আজকের বাজার: ০৭ জুন ২০১৭