নেতৃত্বকে গুরুত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিপিং করবেন না বাটলার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন না ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। তার জায়গায় উইকেটের পেছনে থাকবেন ফিল সল্ট।

কাফ ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দল থেকে নিজেকে সড়িয়ে নেন বাটলার। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে গত জুনের পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। তবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮ ম্যাচের মধ্যে ১০৬টিতেই উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন বাটলার। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি ম্যাচে কিপিং করেননি তিনি।

বাটলার বলেন, ‘আমি গ্লাভস ছেড়ে দিতে যাচ্ছি। এখন থেকে মিড-অফে থাকবো। দেখা যাক কেমন অনুভব হয়। এটা যদি আমার অধিনায়কত্বের জন্য উপকারী হয় তাহলে আমি মেনে নিতে প্রস্তুত আছি।’

তিন ফরম্যাট মিলিয়ে ৫৯ ম্যাচের মধ্যে ১৩টিতে উইকেটরক্ষক ছিলেন সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাটলারের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পাওয়া নিয়ে রোমাঞ্চিত সল্ট, ‘এটা এমন কিছু নয় যে, সম্প্রতি ইংল্যান্ডের হয়ে আমি অনেক করেছি। তবে আমি উইকেট কিপিংটা উপভোগ করি। আমার মনে হয় দলের হয়ে এই কাজটা আমি সবচেয়ে ভালো করতে পারবো।’

আগামী ১০ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড। (বাসস)