ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ছয় পয়েন্ট কাটার পরও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে কানাডা নারী দল। বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকেট পায় কানাডা।
জেসি ফ্লেমিংয়ের ফ্রি-কিক থেকে ডিফেন্ডার ভানেসা গিলেসের হেডে কানাডার জয় নিশ্চিত হয়। এর আগে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতেও গিলেস শেষ মুহূর্তে গোল করে কানাডাকে নাটকীয় জয় উপহার দিয়েছিলেন।
এর ফলে গ্রুপ-এ’তে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নরা তিন ম্যাচের তিনটিতেই জয় ছিনিয়ে নিল। কিন্তু পয়েন্ট কাটার কারনে প্রথম রাউন্ডে তাদের সংগ্রহে থাকলো মাত্র তিন পয়েন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ও গোল ব্যবধানে কলম্বিয়ার চেয়ে এগিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কানাডা কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামী শনিবার মার্সেইতে শেষ আটের লড়াইয়ে ২০১৬ রিও গেমস চ্যাম্পিয়ন জার্মানীর মোকাবেলা করবে কানাডা।
কাল নিসে অনুষ্ঠিত ম্যাচে শেষ বাঁশি বাজার সাথে সাথে কানাডার খেলোয়াড়রা আনন্দে ফেটে পড়ে। ম্যাচটির মাত্র ঘন্টাখানেক আগে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে করা তাদের আপিলটি খারিজ হয়ে গেলে দু:সংবাদ দিয়ে দিন শুরু করেছিল কানাডা।
উদ্বোধনী ম্যাচের আগে নিউজিল্যান্ডের ট্রেনিং সেশনে ড্রোন পাঠিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি দুই লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করে ফিফা। কোচ বেভ প্রিয়েস্টম্যানকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়ায় সহকারী কোচ এন্টি স্পেন্স অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান।
কানাডার কাছে আগের ম্যাচে ২-১ গোলে পরাজিত হবার পর নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে গতকাল একই ব্যবধানে পরাজিত করে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স। তারকা স্ট্রাইকার মেরি-এন্টোনিও কাতোতোর ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন। এনিয়ে এবারের আসরে এ পর্যন্ত পাঁচৎ গোল করলেন কাতোতো।
এর আগে দিনের শুরুতে যুক্তরাষ্ট্র ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বি-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে। তিন ম্যাচে মাত্র এক জয়ে অস্ট্রেলিয়া অলিম্পিক থেকে বিদায় নিয়েছে। সাবেক চেলসি বস এমা হায়েসের অধীনে যুক্তরাষ্ট্র শেষ আটে সি-গ্রুপ রানার্স-আপ জাপানের মোকাবেলা করবে। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে জাপানকে হারিয়ে যুক্তরাষ্ট্র স্বর্ণ জয় করেছিল।
সেইন্ট-এতিয়েনে জাম্বিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে জার্মানী নক আউট পর্ব নিশ্চিত করেছে।
বিশ^কাপ জয়ী স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হওয়া সত্ত্বেও গ্রুপ পর্বের সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ আটে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। কাল বর্দুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের স্টপেজ টাইমে স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনাকে বিপদজনক ভাবে ট্যাকেলের অপরাধে ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তী মার্তা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন।
ক্যারিয়ারে ষষ্ঠ অলিম্পিকে অংশ নেয়া মার্তার জন্য হয়তো এটাই শেষ ম্যাচ হতে পারে। ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরুতে পারে তবে মার্তার ভাগ্যে আরো একটি ম্যাচ খেলার সুযোগ আসতে পারে।
শনিবার লিঁওতে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কলম্বিয়া।
নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়ে স্পেনের পরে সি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে জাপান। (বাসস/এএফপি)