বিয়ের পিঁড়িতে বসতে যাাচ্ছেন টালিউড ও বলিউডের আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম । তারিখ চূড়ান্ত হয়ে গেছে, ৪ ডিসেম্বর। পাত্র অর্জুন দেব, গুয়াহাটির বাঙালি ব্যবসায়ী। ধনী পরিবারের ছেলে অর্জুন পড়াশোনা করেছেন ইন্দোর এবং পরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।
পাওলির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। পাওলি জানান, অর্জুনের সঙ্গে বছর দুয়েক আগে তার পরিচয় হয়। অর্জুনের বোন দিল্লিতে থাকেন। মাঝে মাঝে সেখানেও পাওলি আর অর্জুনের দেখা হয়। কিন্তু তাদের বিয়ের দিন চূড়ান্ত হয়েছে মাত্র দু’দিন আগে। দিল্লিতে হিন্দি ছবি ‘হালকা’র শুটিং করছিলেন পাওলি। রণবীর সোরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে অর্জুনের বোনের সঙ্গে বিয়ে নিয়ে পাওলির আলোচনা হয়। আর তখনই তারিখ চূড়ান্ত হয়েছে। পাওলি এখন আছেন কলকাতায়। গতকাল শুক্রবার বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’ ছবির প্রিমিয়ারে অংশ নেন তিনি।
কলকাতায় ফিরে এসে পাওলি জানান, গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে। ৬ ডিসেম্বর ওখানেই রিসেপশন এবং ফুলশয্যা। এরপর কলকাতায়ও বড় করে রিসেপশন আয়োজন হবে। তবে এই আয়োজনের তারিখ চূড়ান্ত হয়নি।
তাতে কী! কলকাতার রিসেপশনে পাওলি কী পড়বেন, তা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। লেহেঙ্গা-চোলি। তবে তার বিয়ের পোশাক কে ডিজাইন করবেন, তা শিগগিরই চূড়ান্ত করবেন।
পাওলি দাম বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। গত মাসে মুক্তি পেয়েছে ‘সত্তা’ ছবিটি। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এর আগে বাংলাদেশ ও ভারতের যৌথ-প্রযোজনার ছবি ‘মনের মানুষ’-এ অভিনয় করেন তিনি।
আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭