তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যুনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরির ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা ঘোষণা করছি। ন্যুনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। ৮ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার ৫০০ টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।
আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কার্যকর হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হল। দীর্ঘ দিন শ্রমজীবী মানুষ আন্দোলন করে আসছে মজুরি বৃদ্ধির জন্য।
তিনি মালিকদের কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে বলেন,‘মালিকদের বলব ফ্যাক্টরি খুলে দেবেন, শ্রমিকদের বলব কাজে যোগদান করতে। ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল আছে।’
এর আগে আজ রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত মজুরি বোর্ডের সভায় ন্যুনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয় মালিকপক্ষ। সব পক্ষের সম্মতিতে সেই প্রস্তাব চূড়ান্ত হলো।
মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান এবং শ্রমিক প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি।
সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বর মাসে পাঁচ বছরের জন্য পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করে সরকার। সে অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা করার দাবি ছিল শ্রমিকদের।
পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ঠিক করতে গত এপ্রিলে নিম্নতম মজুর বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যুনতম মজুরি প্রস্তাব করেন। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়।
উল্লেখ্য,বর্তমান ন্যুনতম মজুরি ৮০০০ টাকা। মজুরি বৃদ্ধির দাবিতে গত ২ সপ্তাহ ধরে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছে। (বাসস)