বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবার ভোট দিলেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরী মনি ও বুবলি। সকাল ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে আসেন বুবলি। অন্যদিকে দুপুর সোয়া ২টার দিকে ভোট দিতে আসেন পরী মনি।
শুক্রবার ৫ মে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে তিনটি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে একজন স্বতন্ত্রসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। মোট ভোটার ৬২৩ জন।
সূত্র: দ্য রিপোর্ট
আজকের বাজার: আরআর/ ৫ মে ২০১৭