মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে আজ দুপুর ১২ টার সময় ভেড়ামারা শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুন্নু।
বিক্ষোভ সমাবেমে আরোও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসরাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া , যুবলীগ ও নেতাকর্মীরা।
সম্প্রতি একটি জনসভায় বক্তব্যের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। এরই প্রতিবাদে ভেড়ামারাতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া প্রতিনিধি