প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

????????????????????????????????????

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

রোববার ৩০ এপ্রিল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিনটি উদযাপন করেছে।

২০০৬ সালে প্রাইম ব্যাংক লিমিটেড এর একটি ডিভিশন থেকে বর্তমানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড দেশের অন্যতম বৃহত্তম ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পরিচিত। ২০১০ সালের ২৮ এপ্রিল একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড তার গ্রাহকদের বিভিন্ন ধরণের সেবা প্রদান করে থাকে: ইস্যু ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজরি এবং আন্ডাররাইটিং।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড তার সম্মানিত গ্রাহকবৃন্দ, ইস্যুয়ার এবং স্টেকহোল্ডারদের নিয়ে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ল্েয কাজ করে যাচ্ছে। কোম্পানিটি ভবিষ্যতে কর্পোরেট এডভাইজরি সার্ভিস এর উপর বেশী গুরুত্ব দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ এসব কথা জানান পিবিআইএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাবারক হোসেন ভূঁঞা।

এসময় প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালক ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহমেদ কামাল খান চৌধুরী এবং উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরআর/ ৩০ এপ্রিল ২০১৭