বলিউডের পর হলিউডেও নিজের আসন প্রায় পাকা করে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সাহসী চরিত্রে তাকে যেমন দেখেছেন দর্শক। তেমনই নিজের স্টাইল স্টেটমেন্টেও বরাবর সাহসিকতা বজায় রেখেছেন তিনি। সম্প্রতি মিয়ামি বিচে ফের বোল্ড লুকে দেখা গেল প্রিয়ঙ্কাকে।
আসন্ন ছবি ‘বেওয়াচ’-এর প্রচারে আপাতত মিয়ামিতে রয়েছেন তিনি। সেখানে বিকিনি পরেই সমুদ্রে নেমেছিলেন পিগি চপস। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ওয়েব দুনিয়ায় ভাইরাল।
‘বেওয়াচ’ দিয়েই হলিউডে ডেবিউ করছেন প্রিয়ঙ্কা। আগামী ২৫ মে মুক্তি পাবে ছবিটি। ‘কোয়ান্টিকো’র তুমুল সাফল্যের পর এই ছবিতেও তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। শোনা যাচ্ছে এর মধ্যেই পরের হলিউডি প্রজেক্টেও সই করে ফেলেছেন প্রিয়ঙ্কা। ‘আ কি়ড লাইক জ্যাক’ নামে একটি ছবিতে নাকি অভিনয় করবেন তিনি। তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা।
সূত্র: আনন্দবাজার
আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭