পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
শনিবার ২২ এপ্রিল কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ওই সময় শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ১৬ পয়সা। একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৭০ পয়সা।
আজকের বাজার: আরআর/২২ এপ্রিল ২০১৭