ফিলিপাইনের চাগায়ান প্রদেশের মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।
আবুলঙ শহরের পুলিশ প্রধান মেজর এন্তোনিও পালাত্তো এক রেডিও সাক্ষাতকারে বলেছেন, বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণে যাওয়ার পথে মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে প্রায় ২০ মিটার পর্যন্ত ট্রাকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাস এবং ট্রাকের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে।
তিনি বলেন, উদ্ধারকারীরা ১১ জন ট্রাক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে পালাত্তো জানিয়েছেন। (বাসস ডেস্ক)