এক সময় তারা একে অপরের প্রেমে মজে ছিলেন। তারপর ক্যাটরিনার জীবনে আসেন রণবীর কাপূর এবং সালমান খানের জীবনের সঙ্গী হন লিলুয়া ভানত্তুর। কিন্তু তারপর যা ঘটেছে, তা প্রায় সকলেরই জানা।
দীর্ঘ বিরতির পর আবার সেই সম্পর্কের উষ্ণতা দেখা গেল ক্যাট-সালমানের সম্পর্কের সমীকরণে। তবে সেটা ছবির শুটিং দৃশ্যে। ২০১২ সালের ‘এক থা টাইগার’র অস্বাভাবিক সাফল্যের পর ফের এই জুটির ম্যাজিক দেখা যাবে ‘টাইগার জিন্দা হ্যায়’ছবিতে।
এই জুটির উষ্ণতার সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আর কেউ নন, শেয়ার করেছেন সালমন স্বয়ং। দিন কয়েক আগেই এই ছবির শুটিংয়ের জন্যে অস্ট্রিয়ায় পৌঁছেছেন ছবির কলাকুশলীরা। সেখান থেকে শুটিংয়ের দৃশ্যের বিভিন্ন ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ক্যাট। এরপরই এই ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন সালমান।