বগুড়ায় আবারো একটি হিমাগারে মজুদ করা ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এই ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা ওই ডিম পরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এ নিয়ে গত তিন দিনে ৭ লক্ষাধিক ডিম উদ্ধার করা হলো।
বুধবার বেলা ১ টার দিকে ২ ঘন্টারও বেশী সময় ধরে অভিযান চালানো হয়। এরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করেন। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। (বাসস)